সংক্ষিপ্ত পরিচিতি

রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি, রংপুর দু’টি প্রতিষ্ঠান রংপুর সিটি ম্যাটস্‌, রংপুর এবং রংপুর সিটি আইএইচটি/আইএমটি, রংপুর এর সংক্ষিপ্ত রূপ । বর্তমান বিজ্ঞান এ প্রযুক্তি নির্ভর সাধারণ শিক্ষার ক্ষেত্র যেমন দিন দিন সংকুচিত হচ্ছে ঠিক তেমনি মেডিকেল শিক্ষার ক্ষেত্র প্রসারিত হচ্ছে ব্যাপকভাবে। S S.C/H.S.C পাশের পর একজন সাধারণ শিক্ষা শেষ করতে প্রায় ১০ থেকে ১২ বহু লেগে যায়। এতে করে তাদের জীবনে ২৬ বা ২৭টি বছর ব্যয় করতে হয়। তদুপরি সধারন শিক্ষার শেষে চাকরি পর্যাপ্ত সুযোগ না থাকায় তারা হতশায় ভােগে। এদিক থেকে উত্তর অঞ্চলের ছাত্র/ছাত্রীরা আরও অনেক পিছিয়ে। অপর দিকে মেডিকেল শিক্ষার ক্ষেত্রে (যেমন মেডিকেল এাসিস্ট্যান্ট বা মেডিকেল টেকনােলজি) S.S.C/H.S.C পাশের পর ৩ থেকে ৪ বছর শিক্ষা গ্রহণ করার পর পরই একজন ছাত্র/ছাত্রী সহ​জে​ই আত্মকর্ম সংস্থানের পথ নি​জে​ই খুজে নিতে পারে। বর্তমানে চিকিৎসা সেবা​য়​ প্রচুর ​মেডিকেল এসিস্ট্যান্ট ও মেডিকেল টেকনােলডিষ্ট প্রযােজন। বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ কে সামনে রেখে স্বাস্থ্য সেবা কে মানুষের দোড়গোড়ায় পৌছে দিতে সরকারী ও বেসরকারী পর্যায়ে প্রচুর সংখ্যক সহকারী চিকিৎসক ও মেডিকেল টেকনোলজিষ্ট তৈরী ​ও ​যোগদানের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এই অপার সম্ভাবনাকে কাছে লাগিয়ে বিশেষ করে উত্তরবঙ্গের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে চিকিৎসা সেবায় উপযোগী করে গড়ে তোলা​র​ উদ্দেশ্যে গণাপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমােদিত আধুনিক প্রযুক্তি নির্ভর যন্ত্রপাতি সমুদ্ধ ল্যাবরেটরিসহ অন্যান্য অনেক সুযোগ সুবিধা সম্বলিত রংপুর শহরের প্রাণকেন্দ্র আরকে রোড, আইডিয়াল মোড় এ আতান্ত নিরিবিলি ​এবং পরিচ্ছন্ন ​পরিবেশে রংপুর সিটি ম্যাটস্‌ এন্ড আইএইচটি, রংপুর যাত্রা শুরু করেছে​।​ দীর্ঘ্য দশটি বছর ধরে মানসম্মত শিক্ষাদান এবং চিকিৎসা পেশায় একজন আদর্শ ​ডিপ্লোমা চিকিৎসক ও সু​নাগরিক হিসাবে গড়ে তোলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আশা করি আপনি অথবা আপনার সন্তানকে আমাদের মেডিকেল এাসিস্ট্যান্ট বা মেডিকেল টেকনােলজি কোর্সে ভর্তি করে স্বল্প সময়ে মেডিকেল শিক্ষায় শিক্ষিত করে চিকিৎসা সেবায় আত্নিয়োগের সুবর্ণ সুযোগ গ্রহণ করে চিকিৎসা সেবায় গর্বিত অংশীদার হবেন।.....

বিস্তারিত

Our Teacher
Video Gallery